সেনপাড়া পর্বতা, মিরপুর, কাফরুলে নির্মানাধীন বহুতল ভবনে আগুন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ভবনটির চারপাশে সেফটি হিসাবে ঝুলে থাকা চটে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখে নির্মাণাধীন ভবনটির উভয় পাশের ভবনে বসবাসরত মানুষের আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় লোকজন ও পাথওয়ের স্বেচ্ছাসেবী কর্মীরা তাদের নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ভবনটিতে সে সময় কিছু নির্মান শ্রমিক অবস্থান করছিল।
এদিকে খবর পেয়ে মিরপুর-১০ ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা কিছু সময় ভবনটিতে অবস্থান করে এবং পরিদর্শন শেষে আজকের প্রসঙ্গকে বলে, বিড়ি সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লুৎফুর বারী, বিশেষ প্রতিনিধি