জয়পুরহাটের ক্ষেতলালে খরিপ ২/২০২০-২১ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন করা হয়। এতে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০জন কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় বিনামূল্যে মাসকালাই বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান, উপজেলা কৃষি অফিসার জাহেদুর রহমান, সংবাদিক, হাসান আলী, মিজানুর রহমান প্রমূখ।
আবু হাসান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি