জয়পুরহাটের পাঁচবিবিতে ৫’শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আজ (১৭ জানুয়ারী ২০২১) শনিবার দুপুরে পাঁচবিবি থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে উপজেলা বাসীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) অসহায়দের হাতে শীতের কম্বল গুলো তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, সেকেন্ড অফিসার (এসআই) ফারুক হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আঃ হালিম সাবু, পাঁচবিবি বণিক সমিতির উপদেষ্টা এস কে আঃ হক, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সম্পাদক খালেকুল ইসলাম বকুলসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি