জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলায় ১২ কেজি ওজনের একটি অর্ধ বৃত্তাকার কালো পাথরের মূর্তি গতকাল বুধবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউপির বারইল নয়াপাড়া গ্রামে পুকুর খননের সময় মাটি কাটা শ্রমিক মুকুলের কোদালের আঘাতে মূর্তিটি উঠে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলে তিনি দ্রæত ঘটনাস্থলে গিয়ে দুর্লভ মূর্তিটি উদ্ধার করেন।
মূর্তিটি অতি প্রাচীন নিদর্শন ও মহামূল্যবান। দুর্লভ এই মূর্তিটি কালো পাথরের বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসান জানান, শ্রমিকেরা পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গ্রাম পুলিশের সহযোগীতায় উক্ত কালো পাথরের অর্ধেক ভাঙ্গা মূর্তি উদ্ধার করি এবং পরে মূর্তিটি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেই।
আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধি