জয়পুরহাটের পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পেলেন ওই কলেজেরই উপাধ্যক্ষ ও পাঁচবিবি পৌর আ.লীগের সাঃ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান। মোছা রোমানা চৌধুরী এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করতেন তিঁনি দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেন। এমতাবস্থায় কলেজ পরিচালনা কমিটি সাধারন মিটিংয়ের মাধ্যমে চলতি মাসের প্রথম দিন থেকে ওবায়দুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালনের অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের অফিস কক্ষে বিদায়ী অধ্যক্ষ রোমানা চৌধুরী ফুল দিয়ে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমানকে স্বাগত জানায়।
জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদ এমপি প্রধান অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বরমান হোসেন, সহকারি কমিশনার (ভুমি) এম, এম আশিক রেজা এসময় বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, পৌর আ.লীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, পাঁচবিবি প্রেক্লাবের সভাপতি আঃ হালিম সাবু সহ কলেজের অন্যান্ন শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
১৯৯৪ সালে পৌর শহরের দানেজপুরে আবু হাসনাত মন্ডলকে অধ্যক্ষের দ্বায়িত্ব দিয়ে পাঁচবিবি ডিগ্রী কলেজটি যাত্রা করে। ১৯১৮ সালে তিঁনি অবসরে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ চৌধুরী এরপর রোমানা চৌধুরী বর্তমানে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পেলেন ওবায়দুর রহমান।
আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি