৩০শে ডিসেম্বর ২০২০। ৩৬৫ সেনপাড়া পর্বতা, কাফরুল, মিরপুর, ঢাকা-১২১৬ তে সন্ধ্যা ৭ ঘটিকার সময় দেশীয় পাহাড়ী তাজা ফলমূল ও শাক্ সবজীর হাট Hill Mart এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে’র নির্বাহী পরিচালক মোঃ শাহিন এবং Hill Mart এর কর্ণধার অমর স্মৃতি চাকমা, দেবা রঞ্জন চাকমা, পাপন চাকমা ও বাপ্পি চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় Hill Mart এর কর্ণধার অমর স্মৃতি চাকমা বলেন, পাহাড়ে উৎপাদিত সকল ধরনের ফলমূল ও শাক্ সবজী প্রতিদিন আমাদের এই দোকানে পাওয়া যাবে। যাহা সম্পূর্ণ তাজা ও সতেজ এবং সম্পূর্ণ ফরমালিন মুক্ত। আশা করি তাজা ও সতেজ ফলমূল খেয়ে সমাজে মানুষের অনেক পুষ্টি চাহিদা পূরণ হবে।
লুৎফুর বারী, বিশেষ প্রতিনিধি