আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। উক্ত দিবসটিকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানার ৯৪নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” কার্যক্রম আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানার ৯৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মইজ উদ্দীন এবং আশিকুল ইসলাম মোল্লা বাবু, সভাপতি কাফরুল থানা ছাত্রলীগ ও ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বেচ্ছায় ব্লাড গ্রুপিং চেকিং করার মাধ্যমে এক সেতুবন্ধন তৈরী করে। যেন সমাজের যে কারো রক্তের প্রয়োজন হলে খুব সহজেই তারা ব্লাডের সন্ধান দিতে পারে এবং একজন মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে কাজে লাগতে পারে এমনটাই বললেন তাঁরা।
লুৎফুর বারী, বিশেষ প্রতিনিধি