ভোলার বোরহানউদ্দিনে ৭৬০ মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ৩৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে৷
আজ (৩০শে মে) শনিবার সকালে বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে এ চেক হস্তান্তর করেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং নির্বাহী কর্মকর্তা বশির গাজী৷
এসময় মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, আ.লীগ সরকার সবসময় আলেম ওলামদের পাশে থাকেন৷ তাদের সুখে দুঃখে পাশে দাড়ান৷ তারই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতে আপনাদের পাশে দাড়িয়ে বিশ্বে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
এছাড়া তিনি মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জোড় তাগিদ দেন৷ এবং এই মহামারি থেকে রক্ষা পেতে সকলের কাছে দোয়া চান৷
বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দেশ ও বিশ্বের জন্য সকলকে নিয়ে দু হাত তুলে দোয়া করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন, ইসলামি ফাউন্ডেশন এর উপ-পরিচালক ভোলা মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
এম এ এইচ নাঈম, (বোরহানউদ্দিন প্রতিনিধি)