কুয়েতে আটক বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে প্রেরণ করেছেন দেশটির আদালত। গতকাল বুধবার এ আদেশ দিয়ে তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আপাতত ২১ দিন কারাগারে থাকতে হবে পাপুলকে।
অর্থ ও মানব পাচার, ভিসা বাণিজ্য ও ঘুষের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত ৬ জুলাই পাপুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করার কথা রয়েছে।
অপরাধ প্রমাণ হলে ৫ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে পাপুলের। গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করা হয় পাপলুকে।
এদিকে কুয়েতের পাবলিক প্রসিকিউটরের সুপারিশে এমপি শহিদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।