বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবেই: আশার বার্তা ফিফা সভাপতি
১৮ জানুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
দেশের বৈদেশিক মুদ্রার আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সে চলতি জানুয়ারির প্রথমার্ধেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬.৩ শতাংশ বেশি।
গত বছর জানুয়ারির একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ১৯২ মিলিয়ন মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরে মাত্র ১৭ দিনেই প্রায় ৬৭০ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ জুলাই মাস থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৮ হাজার ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৪ হাজার ৯৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, হুন্ডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা অব্যাহত থাকা এবং বৈধ পথে টাকা পাঠাতে সরকারের উৎসাহমূলক নীতির ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি প্রবাসীদের আস্থাও ধীরে ধীরে ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।