বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবেই: আশার বার্তা ফিফা সভাপতি
১৮ জানুয়ারী ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
এর মধ্যেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত কারণগুলোকে ইসলামাবাদ পুরোপুরি বৈধ বলে মনে করছে।
প্রতিবেদনে বলা হয়, আইসিসি যদি এই ইস্যুতে গ্রহণযোগ্য কোনো সমাধান আনতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নেবে এবং প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবে। পাশাপাশি ভারত যেন বাংলাদেশকে এ বিষয়ে চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান।
পিসিবির ভাষ্য অনুযায়ী, “ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যে কারণগুলো রয়েছে, তা যুক্তিসংগত। এই ক্ষেত্রে কাউকে জোর করা যায় না। আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি। তাদের সমস্যা সমাধান না হলে আমাদের অংশগ্রহণ নিয়েও ভাবতে হবে।” এদিকে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে আইসিসি সক্রিয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার ঢাকায় আইসিসির একটি প্রতিনিধি দলও আসে। তবে বিসিবি কর্তাদের মনোভাব এখনো বদলায়নি।
বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। সেই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে পাকিস্তান জানিয়েছে, এই সংকটময় সময়ে তারা বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সিদ্ধান্ত ও পাকিস্তানের সম্ভাব্য অবস্থান নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।