বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবেই: আশার বার্তা ফিফা সভাপতি
১৮ জানুয়ারী ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। শুরুটা ভালোই করে টাইগ্রেসরা। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস যোগ করেন ২৬ রান। দিলারা আউট হওয়ার পর শারমিন আক্তার দায়িত্ব নিয়ে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখান।
৩৯ বল মোকাবিলায় ৮টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন শারমিন। শেষদিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ রান এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাহি মাধবন।
লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার দিশা ও চেতনা পাগিদ্যালা ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ওপেনিং জুটি ভাঙার পর দ্রুত ছন্দ হারায় তাদের ব্যাটিং লাইনআপ। চেতনা ৩৬ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন রিতু সিং। মাত্র ১৩ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস খেলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি রিতু। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদা আক্তার- ২৪ রান খরচায় নেন ৪ উইকেট। রিতু মনি ৩৪ রানে শিকার করেন ৩ উইকেট, আর রাবেয়া খান নেন ২ উইকেট।
এই জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেল বাংলাদেশ।