বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবেই: আশার বার্তা ফিফা সভাপতি
১৯ জানুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। সোমবার ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন সাবিনা খাতুনরা। এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার চতুর্থ গোল। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে লাল-সবুজের মেয়েরা। আক্রমণাত্মক খেলায় নেপালের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে লিপি আক্তারের দারুণ এক গোলে জয় নিশ্চিত হয়।
রক্ষণে বাংলাদেশ ছিল সমানতালে শক্তিশালী। গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচজুড়ে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে নেপালের সব আক্রমণ প্রতিহত করেন এবং দলের ক্লিন শিট নিশ্চিত করেন।
সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ এর আগে উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের নাটকীয় ড্র আদায় করে নেয় দলটি।
দারুণ ছন্দে থাকা বাংলাদেশ নারী ফুটসাল দল এখন শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।