ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ (জেএমএ) এ তথ্য নিশ্চিত করে। শুরুতে সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৬.৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৬.৭ নিশ্চিত করা হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানায়, ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। উপকূলবর্তী জনগণকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিল। ধারাবাহিক ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে। ২০১১ সালে দেশটিতে ৯.১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে গুরুতর বিপর্যয় সৃষ্টি করে। দেশটির ইতিহাসে সেটিই অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।