ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
১২ ডিসেম্বর ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।”
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নই। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানা যাবে।”হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন যে তার জন্য বি নেগেটিভ (B-) রক্তের প্রয়োজন। তারা আরও জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে খুব কাছে থেকে গুলি করে চলে যায়। তাদের দাবি অনুযায়ী হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি, বাড়িতে আগুন, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তিনি ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে এসব বিষয় প্রকাশ্যে তুলে ধরেন।ঘটনাটি রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উত্তেজনা এবং উদ্বেগ তৈরি করেছে। পুলিশের তদন্ত টিম ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।