ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
১২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর প্রস্তুতির সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, “হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।”
বাম কানের নিচে গুলি বিদ্ধ হলে তার সঙ্গীরা রিকশায় করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে বি নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে বলে সঙ্গীরা জানান। গুলিবিদ্ধ হওয়ার সময় রক্তে ভেসে যায় হাদির পুরো শরীর।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এরপর তারা দ্রুত পালিয়ে যায়।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রনেতা শরিফ ওসমান হাদি সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকির মুখে ছিলেন। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া ও পরিবারকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন।ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হাদি। গত কয়েক সপ্তাহ ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।