ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
২১ এপ্রিল ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সানোয়ার হোসেন সানিল (২২), মামুন অর রশিদ (৫৫), অজয় বসাক (৫২), মো. ইউসুফ (৩৩) ও মো. দুলাল (৩২)। তারা সবাই রাণীশংকৈল এলাকার স্থায়ী বাসিন্দা।
রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হক জানান, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।