ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
৬ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
৪৪তম বিসিএসের সম্পূরক, সমন্বিত ও সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। একই ক্যাডার বা পছন্দক্রমের নিম্ন ক্যাডারের পদের মনোনয়ন বাতিলের পর এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, বিজ্ঞাপিত ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া ৭ হাজার ৫৪৯ জন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে বিপিএসসি।
বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।