ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১১ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
বলিউডে নেমেছে শোকের ছায়া। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বহুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। সোমবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় ছয় দশকের অভিনয়জীবনে ২৪৭টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘ধর্মবীর’, ‘চুপকে চুপকে’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার ‘জয়-ভিরু’ জুটি আজও স্মরণীয়।
সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি । তার মৃত্যুতে স্তব্ধ বলিউড ও শোকাহত অসংখ্য ভক্ত।