বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

“নারীদের দৈনিক কর্মঘণ্টা হবে ৫, ক্ষতিপূরণ দেবে সরকার” – ডা. শফিকুর রহমান


জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের দৈনিক কর্মঘণ্টা পাঁচ হবে এবং ক্ষতিগ্রস্ত কোম্পানিকে সরকার ভর্তুকি দেবে। ঘরে থাকা নারীরাও সম্মানিত হবেন। তিনি সামাজিক সংস্কার, সোনালি সমাজ গঠন ও শিশুদের সমান অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। সমস্যার সমাধান জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

১০ নভেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ 

“নারীদের দৈনিক কর্মঘণ্টা হবে ৫, ক্ষতিপূরণ দেবে সরকার” – ডা. শফিকুর রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সোমবার (১০ নভেম্বর) বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টার বদলে পাঁচ ঘণ্টা করা হবে। কোনো কোম্পানি এতে ক্ষতিগ্রস্ত হলে সরকার তিন ঘণ্টার ভর্তুকি দেবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা ঘরে থাকবেন, তাদের সম্মান নিশ্চিত করা হবে। তিনি সামাজিক সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, “ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।”

তিনি যুবকদের উদ্দেশে বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্নের সারথি হতে হবে তারা। এছাড়া শিশুদের সমান অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সমস্যা সমাধানের জন্য তিনি জানান, নির্বাচিত হলে মানুষকে খরচ করতে হবে না; সমস্যা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।