ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১০ নভেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘চব্বিশের কার্ড’ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি তা মেনে নেবে না।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“আগে সাকিব আল হাসান, মাশরাফি নৌকার জন্য ভোট চাইত। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে, যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি, তবে কেউ যদি চব্বিশের কার্ড খেলে ফ্যাসিস্ট হতে চায়, আমরা বসে থাকব না।”
তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা, ভোট পাওয়ার অধিকার তাদেরই। নির্বাচনের আগে সংস্কার জোট গঠনের কথাও উল্লেখ করেন এনসিপি নেতা।
“ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না,” — যোগ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট যোগ করার চেষ্টা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামব।”
আলোচনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,
“জুলাই সনদ নিয়ে সরকার এখন সাপলুডু খেলছে। এই মাসের মধ্যে সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।”