বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সিইসি নাসির উদ্দিনের রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর বার্তা


সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঢাকা শহরের পোস্টার অবৈধ, তা অবিলম্বে সরাতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল সমান এবং একটি ফ্রি ও ক্রেডিবল নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি বলে করেছেন।

১৩ নভেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ণ 

সিইসি নাসির উদ্দিনের রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর বার্তা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ঢাকা শহর পোস্টারে ভরে গেছে, অথচ নির্বাচন কমিশন ইতিমধ্যেই পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছে। তিনি জোর দিয়ে বলেন, “যারা পোস্টার লাগিয়েছেন, তা অবিলম্বে সরাতে হবে। না হলে আমরা কঠোর হবো।”

সিইসি আরও জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন হলে কমিশন ঝাঁপিয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত সব ৫৪টি দল সমান, বড়-ছোট কোনো পার্থক্য নেই। একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।

সংলাপে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—তফসিল ঘোষণার আগে ও পরে দল ও প্রার্থীর করণীয়, আচরণ বিধি, এআই অপব্যবহার নিয়ন্ত্রণ, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারে ব্যবহার না করা। সিইসি বার্তা দিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।