বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বুধবার সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে গেছে। তবে রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে।

১২ নভেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ 

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুদিন ধরে বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কমে গেছে।

রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় প্রাইভেটকারের সংখ্যা কম। তবে মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভিআইপি সড়কগুলোতেও আজ রিকশা চলাচল করতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন না। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও যানবাহন চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সরকার জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।