মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


বিআরটিএ’র মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ দালালের কারাদণ্ড


মিরপুর বিআরটিএ অফিসে দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে পাঁচজন দালালকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ 

বিআরটিএ’র মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ দালালের কারাদণ্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (৩০ অক্টোবর) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতারণার দায়ে পাঁচজন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা আদালতে নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. মো. আরিফ (২৪), পিতা: মো. শরীফ ২. আব্দুল্লাহ আল লিমন (২২), পিতা: হাবিবুর রহমান ৩. মো. বাবু (৫৮), পিতা: আব্দুর রাজ্জাক ৪. মো. মামুন সোহাগ (৩৫), পিতা: শাহাবুদ্দীন সরদার ৫. খোকন হাসান (৩০), পিতা: আব্দুর রশিদ

অভিযান চলাকালে দালাল চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

দালালমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে:

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার জানান, "এই দালাল চক্রটি দীর্ঘদিন ধরে অফিসে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার নাম করে কাগজপত্র ও টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। বিআরটিএ অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

তিনি সেবা গ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সেবা গ্রহণকারীরা যেন কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এতে দ্রুত ও সঠিক সেবা পাওয়া সম্ভব হবে।"

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিআরটিএ অফিসগুলোকে দালালমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযান চলবে।