
১১ বছরে অবৈধ আয়ে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন বিআরটিএ কর্মকর্তা
১৬ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। তবে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩০৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ মে) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২৩ দশমিক ৯৫ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৪ দশমিক ৬৭ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৭৩ দশমিক ৮২ পয়েন্ট ও ১ হাজার ২০৯ দশমিক ০৪ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৯৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৬ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৩৬ দশমিক ২৬ পয়েন্টে ও ৯ হাজার ৬৫৩ দশমিক ১৫ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৩ দশমিক ২৪ পয়েন্টে ও ১ হাজার ৪৪ দশমিক ৮৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক বেড়েছে ৯ দশমিক ৫৮ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১২ হাজার ২২৩ দশমিক ০১ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার। লেনদেন হওয়া ১২৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টি কোম্পানি শেয়ারের, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।