
১১ বছরে অবৈধ আয়ে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন বিআরটিএ কর্মকর্তা
১০ আগস্ট ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ
বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিত্যপণ্যের দাম নির্ধারণ করে প্রকাশিত তালিকাটি সরকারের নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (১০ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম. সফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের মহাপরিচালক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।
এসআর/এসএম/১০/১২