ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
৩ জুন ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে হাতে বেশ কিছু দিন সময় পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার ফাঁকে যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছেন মাহমুদউল্লাহ-সাকিবরা।
নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে ডালাসে। এখানে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে শান্ত বাহিনী। হাতে সময় আছে ৪ দিন। তার আগে একটি ইসলামিক অনুষ্ঠানে দেখা যায় বাংলাদেশ দলের চার সদস্যকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবরা সেখানে উপস্থিত হন পাঞ্জাবি পরে। তাদের সঙ্গে ছিলেন হাসান মাহমুদও।
এটি ছিল মূলত ডালাসের টেক্সাকে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। যেখানে রোববার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। সেখানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন সাকিবরা। সহযোগিতা করেন মসজিদের তহবিল সংগ্রহে।
সূত্রের খবর অনুযায়ী, এই ইভেন্টের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। সেখানে প্রায় ১০০ মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। যারা এসেছেন তারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।
এদিকে এবারের বিশ্বকাপ যাত্রায় যুক্তরাষ্ট্রের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১০ জুন দক্ষিণ আফ্রিকার মোকাবিলায় মাঠে নামবে বাংলাদেশ। এর পর ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দেবে শান্ত বাহিনী। সেখানে ‘ডি’ গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে টাইগাররা। গ্রুপ পর্ব উতরাতে পারলে সুপার-৮ এ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।