শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ


৩০ নভেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ 

সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চট্টগ্রামে দ্বিতীয় টি–২০ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও শনিবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সিরিজ এখন ১-১। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাত্র তৃতীয়বার ১৭০ পেরিয়ে জিতল বাংলাদেশ।

তাওহিদ হৃদয় ও নুরুল হাসানের বিদায়ে একটু চাপেই পড়ে যায় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন দূর করেছেন সেই চাপ। ১৯তম ওভারে শেষ ৩ বলে চার–ছক্কায় নিয়েছেন ১০ রান। তাতে শেষ ওভারে ৩ রান দরকার হয় বাংলাদেশের। জশ লিটলের করা ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী হাসান। এর আগে ওভারে তিন বলে আসে ২ রান। সাইফউদ্দিন ৭ বলে ১৭ ও মেহেদী ৩ বলে ৬ রান করে অপরাজিত রইলেন।

২ বল ও ৪ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। তাতে ২ ডিসেম্বরের তৃতীয় ম্যাচটি হয়ে গেলে ‘ফাইনাল’।

রান তাড়ায় শুরু থেকেই দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। মাঝে দ্রুত কিছু উইকেট হারালেও তাই বেশি সমস্যায় পড়তে হয়নি জয় পেতে। ৩৭ বলে ৫৭ রান করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।ওপেনার পারভেজ হোসেন ও চারে নামা সাইফ হাসানও ভালো সঙ্গ দিয়েছেন অধিনায়ককে।

এর আগে টস জিতে প্রথম ম্যাচের মতোই ঝড়ো সূচনা করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ৫৭ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় দলটি। ১১তম ওভারেই স্কোরবোর্ডে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে তারা। তবে মিডল ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ান। আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান করে।