ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
৩০ নভেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম আজ রেডিসন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনীতে উপস্থিত অতিথিদের স্বাগত জানান বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যেই তিনি দেন বড় এক ঘোষণা—অচিরেই শুরু হতে যাচ্ছে নারী বিপিএল।
বিপিএল নিলামের মঞ্চে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।” নারী ক্রিকেটের উন্নয়নে এটি হবে নতুন অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে বিসিবি সভাপতি আরও বলেন, “এই বিপিএলটা স্বচ্ছ করতে মাঠ ও মাঠের বাইরে যত ধরনের সাহায্য দরকার আমরা করব। আপনারাও আপনাদের দিকটা দেখবেন। যেন শুধু আমরা ক্রিকেটের মধ্যেই থাকি। এই খেলাটাকে সুরক্ষা করার জন্য যা যা দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, নারীদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। তবে এবারের ঘোষণাটি নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞ ও নারী ক্রিকেট সংশ্লিষ্টরা।