শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন


বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ

২৯ নভেম্বর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ 

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টি।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে বিব্রতকর এক পরিস্থিতির মুখোমুখি তারা। ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর, আয়ারল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করার।এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন হয়েছে। প্রথম ম্যাচ খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম নেই আজ। তাঁদের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।