ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় "ইলেকশন অবজার্ভার সোসাইটি"এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
২ ডিসেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টসের ফল নির্ধারিত হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যবধান ছিল অল্পই—একটি করে জিতে সমতায় দাঁড়িয়ে থাকা দুই দল আজ সিরিজ জয়ের মিশনে নামছে।
বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি সিরিজ, তাই ম্যাচটির গুরুত্ব আরও বেড়েছে। ব্যাটিং-বোলিং বিভাগে ঠিকঠাক সমন্বয় গড়ে তুলতেই আজ দলে এসেছে তিনটি পরিবর্তন। নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও লেগস্পিনার রিশাদ হোসেন। বিশেষ করে রিশাদের অন্তর্ভুক্তি বিশ্বকাপের উইকেট বিবেচনায় স্পিন-ভ্যারিয়েশন পরীক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে আয়ারল্যান্ডও দলে বড় রদবদল এনে ঝাঁজ বাড়িয়েছে। বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটলকে বাদ দিয়ে তাদের জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ কার্টিস ক্যাম্ফার, পেসার ক্রেইগ ইয়াং এবং স্পিনার বেন হোয়াইটকে। সিরিজ জিততেই এই আগ্রাসী পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ, বেন হোয়াইট।
প্রতিযোগিতামূলক দুই দল, সমতায় থাকা সিরিজ এবং বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাওয়ার তীব্র প্রয়োজন—সব মিলিয়ে চট্টগ্রামের আজকের ম্যাচটি হয়ে উঠেছে উচ্চ উত্তেজনার ক্রিকেট লড়াই।