শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে কি না, যা বললেন এমবাপ্পে


ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে কি না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরাসি অধিনায়ক জানান, ‘ভিনিসিয়ুস অনন্য খেলোয়াড়। সে, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না। সে নিখুঁত একটি মৌসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার।’

১৭ জুলাই ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ 

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে কি না, যা বললেন এমবাপ্পে

ছবি/ সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে এবার আক্রমণভাগে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল।


রিয়াল মাদ্রিদে বেশ মৌসুমে ধরে আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। আসছে ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুস ও রদ্রিগোর সঙ্গে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এমবাপ্পে ও ভিনিসিয়ুস সাধারণত একই পজিশনে খেলে থাকেন। দুজনই জাতীয় দলে খেলেন লেফট উইংয়ে। তবে রিয়ালের লেফট উইংয়ে কে খেলবেন ভিনি নাকি এমবাপ্পে।

৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল রিয়ালে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ফরাসি তারকা বলেছেন, ‘কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের হয়েও। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শারীরিকভাবে ফিট থাকা। পজিশনটা কোনো বিতর্কের বিষয় নয়, এটা একটি অংশ। আমি খেলতে চাই, কিন্তু কোথায় খেলব সেটি কোচের সিদ্ধান্ত।’


ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে কি না  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরাসি অধিনায়ক জানান, ‘ভিনিসিয়ুস অনন্য খেলোয়াড়। সে, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না। সে নিখুঁত একটি মৌসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার।’

টিএনএ/এমএস/১৭/১