শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঢাকায় ১০ স্থানে ফ্যাসিবাদবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী বুধবার


সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১০ স্থানে ফ্যাসিবাদ, গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’, যার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

১১ নভেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ণ 

ঢাকায় ১০ স্থানে ফ্যাসিবাদবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী বুধবার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল (১২ নভেম্বর) রাজধানী ঢাকায় একযোগে দশটি স্থানে ‘ফ্যাসিবাদ, গুম, খুন ও লুটপাট’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা তুলে ধরা হবে। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হলো—টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ ও জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণ, বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)।

আয়োজকরা জানিয়েছেন, প্রামাণ্যচিত্রগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হবে। দর্শকদের এসব ঘটনার ঐতিহাসিক ও মানবিক প্রেক্ষাপট উপলব্ধি করতে উৎসাহিত করাই মূল লক্ষ্য।