বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

অভিনেত্রী ও ডিজাইনার জেরিন খানের মৃত্যুতে শোক বলিউডে


বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী ও সুজান খানের মা মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেরিন খান। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

৭ নভেম্বর ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ 

অভিনেত্রী ও ডিজাইনার জেরিন খানের মৃত্যুতে শোক বলিউডে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার জেরিন খান মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারের বরাতে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জেরিন খান। কয়েক সপ্তাহ ধরে শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্বামী, সন্তানসহ ঘনিষ্ঠজনরা।

জেরিন ও সঞ্জয় খানের পরিচয় বলিউডের প্রথম দিকের সময়েই, এক বাসস্ট্যান্ডে। অল্পদিনের মধ্যেই তারা প্রেমের সম্পর্কে জড়ান এবং ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ছয় দশকের এই দাম্পত্য জীবনে তাদের চার সন্তান—সুজান খান, সিমোন আরোরা, ফারাহ আলী খান এবং জায়েদ খান।

দীর্ঘ বৈবাহিক জীবনে নানা উত্থান-পতনের মধ্যেও সঞ্জয় খানের পাশে ছিলেন জেরিন। ১৯৯০ সালে ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সঞ্জয় খানের শরীর গুরুতরভাবে পুড়ে গেলে মাসের পর মাস তার সেবায় নিয়োজিত ছিলেন তিনি।

অভিনয়জীবনে জেরিন খান অভিনয় করেছেন ‘তেরে ঘর কে সামনে’ ও ‘এক ফুল দো মালি’র মতো ছবিতে। পরে অভিনয় থেকে অবসর নিয়ে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি তিনি লেখেন ‘ফ্যামিলি সিক্রেটস: খান ফ্যামিলি কুকবুক’ নামের একটি বই।

জেরিন খানের মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানানো হয়েছে, শবদাহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা স্থানীয়ভাবে সম্পন্ন করা হবে।