বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সংবিধান সংস্কারের জন্য ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি


সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে আদেশটির গেজেট প্রকাশ করা হয়। এর আগে রাষ্ট্রপতির স্বাক্ষর ও উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই আদেশ কার্যকর করা হয়।

১৩ নভেম্বর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ 

সংবিধান সংস্কারের জন্য ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সংবিধান সংস্কারের জন্য ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে একই দিন এই আদেশে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারও আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুমোদন পায়।

এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর যেসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল, সেগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে সেই গণভোটে।

এর ফলে জুলাই জাতীয় সনদের আলোকে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার সংস্কারসহ ৩০টি মূল সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে জনগণের প্রত্যক্ষ অনুমোদন নেওয়ার পথ উন্মুক্ত হলো।