ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১০ নভেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, গণতন্ত্রকে নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলা এক মারাত্মক ভুল। তার মতে, নির্বাচন মানেই গণতন্ত্র — এই ধারণা ভ্রান্ত এবং গণতন্ত্রের প্রকৃত চেতনা হলো জনগণের সামষ্টিক অভিপ্রায়ের বাস্তবায়ন।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন,
“যদি আমরা কিছু করতে চাই, তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দিন। নির্বাচন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে জনগণের গাঠনিক ক্ষমতার বাস্তবায়ন—যা কখনো কেড়ে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের রাষ্ট্র কাঠামো এখনো বহাল আছে, এবং সেটিই নতুন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে ফরহাদ মজহার বলেন,
“এই রাষ্ট্রটি এখন দানবের মতো দাঁড়িয়ে আছে, আপনি একে ভাঙতে পারছেন না। আপনি বলছেন সংস্কার করতে হবে—কিন্তু এর মূল কাঠামো অক্ষত রয়ে গেছে।”
নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা দিতে গিয়ে তিনি বলেন,
“আমাদের চ্যালেঞ্জ খুব সহজ — একটি গণপরিষদ গঠন করতে হবে,যেখানে সাংবিধানিক, আইনি ও রাষ্ট্রীয় প্রশ্নের ফয়সালা হবে। জনগণকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দিন তারা কেমন বাংলাদেশ চায়।”
ড. ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন,
“দুই-তিনজন মানুষ মিলে কমিশন গঠন করলে সেটা জনগণের প্রতিনিধিত্ব করে না। এতে কোনো ভ্যালিডিটি নেই।”
আলোচনা সভায় কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।