বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

‘সংবিধান কোনো ম্যাজিক নয়, সংস্কার চাই সাংস্কৃতিক পরিবর্তনও’ — আইন উপদেষ্টা


সরকার ৩–৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সব সংস্কার রাতারাতি সম্ভব নয়, ধীরে ধীরে এগোলে সফলতা আসবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের ৭০–৮০ শতাংশ প্রস্তাব বাস্তবায়িত হয়েছে দাবি করে তিনি ভবিষ্যৎ সরকারকে এসব সংস্কার ধরে রাখার আহ্বান জানান।

১১ নভেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ 

‘সংবিধান কোনো ম্যাজিক নয়, সংস্কার চাই সাংস্কৃতিক পরিবর্তনও’ — আইন উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্ত মেনে নেবে— এমনটাই আশা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫’ খসড়ার সংশোধন প্রস্তাব নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “রাতারাতি সব সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। বড় ধরনের সংস্কার সময়সাপেক্ষ, তবে ক্রমান্বয়ে এগোলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো সম্ভব।” তিনি আরও বলেন, “সংবিধান কোনো ম্যাজিক নয়— লিখে দিলেই সব সমস্যার সমাধান হয় না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস না বদলালে প্রকৃত পরিবর্তন আসবে না।”

সংবিধানের উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, “সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, কিন্তু বাস্তবে কখনও তা হয়নি।”

বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “বিচার বিভাগ সংস্কার কমিশনের ৭০–৮০ ভাগ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। অথচ অনেকে বলেন কোনো সংস্কার হয়নি— এটা ভুল ধারণা।”

ভবিষ্যতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “যারা নতুন সরকারে আসবেন, তাদের কাছে অনুরোধ— বর্তমান সংস্কারগুলো ধরে রাখবেন এবং আরও শক্ত অবস্থানে নিয়ে যাবেন।”