ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১২ নভেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুদিন ধরে বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কমে গেছে।
রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় প্রাইভেটকারের সংখ্যা কম। তবে মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভিআইপি সড়কগুলোতেও আজ রিকশা চলাচল করতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন না। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও যানবাহন চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সরকার জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।