ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১২ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চান্দুরা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যাংকের চান্দুরা শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, গভীর রাতে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ঘটনাটি বুঝতে পেরে নাইটগার্ড দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবে বলেও জানান ওসি।
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে ব্যাংকের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের পরিচয় জানা যাবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।