ফেসবুক ও হোয়াটসঅ্যাপে উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব
১৩ নভেম্বর ২০২৫, ১:০১ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের শুধু দেশে নয়, বিশ্ব মঞ্চেও সেরা হতে হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নাটক, গল্প লেখা, ফ্যাশন ডিজাইন ও খাবার তৈরির মতো প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন।